উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ইজরায়েলের হামলায় গুরুতর আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুরের মৃত্যু হল। গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে সোমবার ভোরে হামলা চালায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। এর জেরে তাঁবুতে আগুন ধরে গেলে তিনি গুরুতর দগ্ধ হন। পরে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। হামলায় আরও দুজন সাংবাদিক নিহত হয়েছেন। তাঁরা হলেন হেলমি আল-ফাকাবি ও ইউসুফ আল-খাজানদার।
প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, গতকাল দিনভর গাজায় হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৬০ জন। দেইর আল–বালাহ এলাকার একটি বাড়িতে হামলায় ৯ জন নিহত হয়েছেন। এর পাশাপাশি খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে বোমা হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখনও পর্যন্ত গাজায় ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাঁদের বেশিরভাগই শিশু ও নারী।