ইসলামপুর: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল কাঠ মিল। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন রাত ১টা নাগাদ কাঠ মিলে লেগে যাওয়া আগুন নজরে আসে স্থানীয়দের। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লেগে পড়েন তাঁরা। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, স্থানীয়দের পক্ষে সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে শুক্রবার সকাল পর্যন্ত দমকলের পাঁচটি ইঞ্জিনের জল লেগেছে বলে জানান ওই কাঠ মিলের মালিক। এই ঘটনায় কাঠ মিলের মেশিন সহ কয়েক লক্ষ টাকার কাঠ পুড়ে যায়। তবে কীভাবে এই আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি।