উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে ভারতের সাম্প্রতিকতম সেনা অভিযান ‘অপারেশন সিঁদুরে’র পর থেকেই ইসলামাবাদে চূড়ান্ত হয়রানির স্বীকার হতে হচ্ছে ভারতীয় কূটনীতিকদের! এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরম আকার ধারণ করেছে।
সূত্রের খবর, পাকিস্তানে ভারতীয় হাইকমিশন এবং ভারতীয় কূটনীতিকদের বাসভবনে সংবাদপত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এর জবাবে ভারতও দিল্লিতে অবস্থিত পাকিস্তানি কূটনীতিকদের জন্য একই ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও জানা গিয়েছে, পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের উপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তাঁদের বাসভবন ও অফিসে বিনা অনুমতিতে প্রবেশেরও অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, এই ধরনের কার্যকলাপ ‘ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স’(Vienna Conference on Diplomatic Relations)-এর স্পষ্ট লঙ্ঘন, যা কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে।
সবচেয়ে গুরুতর অভিযোগটি হল, স্থানীয় বিক্রেতাদের পাকিস্তানি কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন ভারতীয় কর্মকর্তাদের গ্যাস এবং জলের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ না করে। এর ফলে ভারতীয় কূটনীতিকরা তাঁদের দৈনন্দিন জীবনযাপনে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
উল্লেখ্য, এই ধরনের হয়রানির ঘটনা এর আগেও দেখা গেছে। ২০১৯ সালে পুলওয়ামা হামলার প্রত্যুত্তরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরেও পাকিস্তানি কর্তৃপক্ষ একই ধরনের কৌশল গ্রহণ করেছিল। এই বিষয়ে ইসলামাবাদের একটি সূত্র জানিয়েছে, “পুলওয়ামা হামলার পর ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক চালায়, তখনও ভারতীয় কূটনীতিকদের এইভাবেই হেনস্থা করা হয়েছিল।” এই ধারাবাহিক ঘটনাগুলো ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতিকে যে আরও জোরালো করে তুলছে, সে কথা বলাই বাহুল্য।