উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে গোয়াকে ক্লিনশিটে হারিয়েছিল বেঙ্গালুরু। আর সেই জয়ের দরুন রবিবার দ্বিতীয় লেগে ১-২ ফলাফলে হেরে গিয়েও দুই লেগ মিলিয়ে ৩-২ ফলাফলে জিতে ফাইনালের টিকিট পেয়ে গেল বেঙ্গালুরু। গোল পেলেন সুনীল ছেত্রী।
সেমিফাইনালের প্রথম লেগে হারের দরুন দ্বিতীয় লেগের খেলা ২ গোলে পিছিয়ে থেকেই শুরু করে গোয়া। এদিন খেলার প্রথম মিনিট থেকেই আক্রমণ শানাতে থাকে গোয়া। তবে প্রথম গোলটি তাঁরা পায় বিরতির পর। বক্সের বাইরে পাওয়া ফ্রিকিক থেকে গোল করতে ভুল করেননি বোরহা। এরপর আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে দেয় তাঁরা। খেলার ৭০ মিনিটের মাথায় পর পর দুটি সেভ করেন বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত। এরপর খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার কিছু আগেই গোল করে সমতা ফেরান গোয়ার আর্মান্দো সাদিকু। কিন্তু খেলা যে তখনও বাকি। খেলার অতিরিক্ত সময়ে গোল করে বেঙ্গালুরুর ফাইনাল যাত্রা নিশ্চিত করেন সুনীল ছেত্রী।