Irfan Pathan | মিডল অর্ডারে সঞ্জু ভারসাম্য বাড়াবে : ইরফান

Irfan Pathan | মিডল অর্ডারে সঞ্জু ভারসাম্য বাড়াবে : ইরফান

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নয়াদিল্লি: অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের সঠিক মিশেল। আসন্ন এশিয়া কাপে খেতাব জয়ের লক্ষ্য পূরণে যা ভারতীয় দলের মূল শক্তি বলে মনে করছেন ইরফান পাঠান। মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধন। দ্বিতীয় দিনে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অভিযান শুরু টিম ইন্ডিয়ার।

জার্সি উন্মোচন, ভারতীয় দলের প্র্যাকটিস ঘিরে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়ছে। দলের ওপর আস্থা রাখলেন ইরফান। প্রথম একাদশে থাকা, ব্যাটিং পজিশন নিয়ে দোলাচল থাকলেও সঞ্জু স্যামসনকে নিয়ে আশাবাদী। প্রাক্তন অলরাউন্ডারের মতে, ওপেনিংয়ে গত বছর সাফল্য পেয়েছেন সঞ্জু। এশিয়া কাপে সম্ভবত ৫ নম্বরে খেলবেন। যা দলের ব্যাটিং ভারসাম্য বাড়াবে।

ইরফানের যুক্তি, মিডল অর্ডারে সেভাবে সফল নন সঞ্জু। তবে অতীতের পরিসংখ্যান উলটে দেওয়ার ক্ষমতা রাখেন। পারলে ব্যাটিংয়ের গভীরতা অনেকটা বেড়ে যাবে। শুভমানের মধ্যে আবার বিরাট কোহলির ছায়া দেখছেন। টি২০ ফর্ম্যাটে বিরাট অ্যাঙ্কর রোলের যে দায়িত্ব এতদিন সামলেছেন, ইরফানের বিশ্বাস, সেই ভূমিকায় দেখা যাবে শুভমানকে।

গৌতম গম্ভীরদের জন্য পছন্দের একাদশও বেছে দিলেন ইরফান। ব্যাটিংয়ে শুভমান, সঞ্জুর সঙ্গে অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব। অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল। বোলিংয়ে জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী। পিচ, পরিস্থিতি বুঝে পেস, স্পিন বিকল্প বাড়াতে কুলদীপ যাদব ও শিবম দুবের মধ্যে একজন।

অপরদিকে, অক্ষর প্যাটেল অন্যতম তুরুপের তাস বলে মনে করছেন আজিঙ্কা রাহানে। টি২০ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অক্ষর। রাহানের ধারণা, বিরাট, রোহিতদের অনুপস্থিতিতে এশিয়া কাপেও বাড়তি দায়িত্ব নেবেন অক্ষর। তবে একটাই আক্ষেপ, যতটা গুরুত্ব পাওয়া উচিত, তা পায় না গুজরাটের তারকা অলরাউন্ডার।

রাহানে আরও বলেছেন, ‘গত ২-৩ বছরে প্রচুর উন্নতি করেছে। ভালো খেলছেও। ব্যাটিং হোক বা বোলিং, যখনই সুযোগ পেয়েছে পারফর্ম করেছে। নতুন বলে হোক বা মাঝে হোক কিংবা ডেথ ওভারে- যে কোনও পরিস্থিতিতে ওর বোলিং কার্যকর। অধিনায়করা অক্ষরের মতো ক্রিকেটার চাইবে। হার্দিক পান্ডিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ওর অলরাউন্ড দক্ষতা অতীতে সাফল্য এনে দিয়েছে। আমি নিশ্চিত, এশিয়া কাপেও ও অবদান রাখবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *