Irfan Pathan | ধোনির জন্যই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন! সহবাগের পর মুখ খুললেন ইরফান পাঠান  

Irfan Pathan | ধোনির জন্যই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন! সহবাগের পর মুখ খুললেন ইরফান পাঠান  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ফের এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নিশানায় মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার বীরেন্দ্র সহবাগ দাবি করেছিলেন, ধোনির কারণে তিনি এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সচিন তেন্ডুলকরের পরামর্শে তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেন।

সহবাগের পর এবার ধোনির দিকে আঙুল তুললেন ইরফান পাঠান। ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের মতে, ধোনির কারণেই ২০১১ বিশ্বকাপের দলে জায়গা হয়নি তাঁর। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন ইরফান। অথচ তার চার বছর পর এক দিনের বিশ্বকাপের দলে তিনি সুযোগ পাননি।

ভারতীয় ক্রিকেট দলের কোচ গ্যারি কার্স্টেনের কাছে ইরফান জানতে চেয়েছিলেন কেন তাঁকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়নি? ইরাফানের দাবি, গ্যারি তাঁকে বলেছিলেন কিছু কিছু সিদ্ধান্ত তাঁর হাতে থাকে না। তখন ইরফান জিজ্ঞাসা করেছিলেন, তাহলে কার হাতে থাকে? কিন্তু কোনও জবাব পাননি ইরফান।

তবে ইরফান জানতেন, এমন ক্ষমতা কার হাতে থাকতে পারে। দলের প্রথম একাদশ নির্বাচন করেন অধিনায়ক। সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ধোনি। ইরফান বলেন, প্রত্যেক অধিনায়কের পছন্দমতো দল নির্বাচনের ক্ষমতা রয়েছে। তাই ধোনির ওই সিদ্ধান্ত ঠিক না ভুল, তা নিয়ে কিছু বলব না।”

ইরফান আরও জানালেন, সেই সময় টিম ইন্ডিয়া ৭ নম্বরে একজন ব্যাটিং অলরাউন্ডার খুঁজছিল। সেই ভূমিকাটি নিয়েছিলেন তাঁর দাদা ইউসুফ পাঠান। তবে ২০১২ সালে ফের ওয়ানডে দলে প্রত্যাবর্তন হয় তাঁর। যদিও মাত্র ১২টা ওয়ানডে খেলার সুযোগ পান তিনি। এরপর ভুবনেশ্বর কুমার এবং ইশান্ত শর্মার ভারতীয় দলে জায়গা পাকা হওয়ার পর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি ইরফান। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন ইরফান। কিন্তু একটা ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১২ সালের মধ্যে ভারতের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি এক দিনের ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইরফান পাঠান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *