উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে ভারতীয়দের জন্য এবার নয়া সতর্কবার্তা জারি করল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian embassy)। প্রয়োজন ছাড়া ইরানে যাওয়ার আগে চিন্তাভাবনা করার পরামর্শ দেওয়া হয়েছে (New advisory)।
মঙ্গলবার তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘বিগত কয়েক সপ্তাহ ধরে নিরাপত্তা বিষয়ক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাগরিকদের প্রয়োজন ছাড়া ইরানে আসার আগে সামগ্রিক পরিস্থিতি সাবধানতার সঙ্গে বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।’ পাশাপাশি সতর্ক করা হয়েছে ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদেরও। ভারতীয়দের সে দেশের সামগ্রিক পরিস্থিতির বিষয়ে অবগত থাকার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে বর্তমানে ইরান থেকে যেসব ভারতীয়রা ফিরতে চাইছেন, তাঁদের বিমানে কিংবা জাহাজে করে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। ভারত সরকারের জারি করা পরামর্শের দিকেও সর্বদা নজর রাখতে বলা হয়েছে।
— India in Iran (@India_in_Iran) July 15, 2025
উল্লেখ্য, গত জুন মাসেই তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছিল ইরান ও ইজরায়েল (Iran-Israel Battle)। ইরানের বিভিন্ন শহর ও পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল তেল আভিভ। পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরানও। এরপরই ইজরায়েলের সমর্থনে ইরানের তিন পরমাণুকেন্দ্র হামলা করে আমেরিকা। জবাবে কাতারের মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায় ইরানের সেনা। তবে ১২ দিন ধরে এই সংঘাত চলার পর মার্কিন মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও ইজরায়েল। সংঘাত থামলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই আবহেই এবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফে নতুন করে সতর্কবার্তা দেওয়া হল।