উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) কথার ধরন ঠিক করতে হবে। তবে পরমাণু চুক্তি সম্ভব। স্পষ্ট করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উদ্দেশে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। এনিয়ে ক্ষুব্ধ ইরান। সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে আরাগচির দাবি, যদি সত্যিই মার্কিন প্রেসিডেন্ট চুক্তির বিষয়ে আগ্রহী হন, তাহলে তাঁর উচিত ইরানের সর্বোচ্চ নেতার প্রতি অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য সুর দূরে রাখা। খামেনেইয়ের লক্ষ লক্ষ সমর্থকদের আঘাত করা বন্ধ করতে হবে ট্রাম্পকে।’
তিনি আরও লেখেন, ‘ইরানের মানুষ অত্যন্ত শক্তিশালী। সারা বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি, ইজরায়েলের সামনে বাবার কাছে ছুটে যাওয়া ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিল না। আমাদের মিসাইল ওদের ধ্বংস করে দিত। ইরানের মানুষ ট্রাম্পের হুমকি এবং অপমান সহ্য করবেন না।’
প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ইরানের আলোচনার মাঝেই হামলা চালানোর অভিযোগ ওঠে ইজরায়েলের (Iran-Israel) বিরুদ্ধে। টানা ১২ দিন দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়। তাতে যোগ দেয় আমেরিকাও। ট্রাম্পই দাবি করেন, দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘আমি জানতাম খামেনেই ঠিক কোথায় লুকিয়ে আছেন। কিন্তু আমি ইজরায়েলকে বা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সেনাবাহিনীকে ওঁকে মেরে ফেলতে দিইনি। ওঁকে আমি একটা কুৎসিৎ এবং অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি।’ ইরানকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বানও জানান মার্কিন প্রেসিডেন্ট। তাঁর এই বার্তাই ভালো চোখে নেয়নি তেহরান।