উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে আলোচনার দরজা খুলতে চলেছে। আগামীকাল শুক্রবার সুইৎজারল্যান্ডের জেনেভায় (Geneva) ইউরোপের ৩ দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ইরানের (Iran) বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি (Abbas Araqchi)। এই খবর নিশ্চিত করেছে ইরানের সরকারি সংবাদসংস্থা ইরনা। জানা গেছে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মনির বিদেশমন্ত্রীরা প্রথমে ইউরোপীয়ান ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে বৈঠকে বসবেন। তারপরই আব্বাস আরাকচির সঙ্গে কথা হবে তাঁদের। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই কথা হবে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
ইরান ইজরায়েল (Israel) সংঘাত ইতিমধ্যেই ৭ দিনে পা দিয়েছে। ইজরায়েলের হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন ৬০০রও বেশি। ইজরায়েললে প্রাণহানি কম হলেও ক্ষতি হয়েছে বিস্তর। ইজরায়েলের লাগাতার হামলার মুখে পালটা হামলা চালিয়ে গেছে ইরানও। ক্রমেই এই হামলা-পালটা হামলা আরও ছড়িয়ে পড়ছে। দুই শিবিরে বিভক্ত হতে শুরু করেছে পৃথিবীর বিভিন্ন দেশ। ইজরায়েল প্রথম থেকেই জানিয়ে আসছে ইরানের পরমাণু কর্মসূচিই তাদের হামলার একমাত্র কারণ। ইরান পারমাণবিক বোমা বানানোর কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ইজরায়েলের। অন্য দিকে ইরান জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন এবং নাগরিকদের স্বার্থ ছাড়া আর কোনও কাজে পরমাণু শক্তি ব্যবহার করা হবে না, এর পেছনে বোমা তৈরির উদ্দেশ্য নেই। যদিও ইরানের দাবি মানতে নারাজ ইজরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রও (United States) প্রথম থেকে ইজরায়েলের পাশে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছে, অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসতে হবে ইরানকে। এই নিয়ে চুক্তি সই করার দাবিও জানিয়েছে তাঁরা।
ইরান এই বৈঠকে রাজি হওয়ার পর থেকে প্রশ্ন উঠেছে তাহলে কি ইজরায়েলের লাগাতার হামলা ও মার্কিন হুমকির কাছে কিছুটা হলেও পিছু হটল ইরান? শেষ পর্যন্তকি চাপের মুখে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে দেবে খামেনেইয়ের দেশ। যদিও বিষয়টি এত সোজা হবে না বলেই মনে করছে আন্তর্জাতিক রাজনীতির কারবারিরা। রাশিয়া, উত্তর কোরিয়া, চিন সহ একের পর এক দেশ যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে তাতে অত সজে ইরানকে চাপে ফেলা সম্ভব হবে না বলেই মনে করছে তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্র মুখে হুমকি দিলেও এখনও ইরানে সরাসরি আক্রমণের সিদ্ধান্ত নিতে পারেনি বলেই জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে আপাতত আগামীকালের বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বের হয়ে আসে কিনা সেদিকেই লক্ষ্য সকলের।