নয়াদিল্লি: ভারতের ‘বি’ টিমও হারাবে। পাকিস্তান দল নিয়ে সুনীল গাভাসকারের কটাক্ষের পালটা জবাব এদিন দিলেন ইনজামাম-উল-হক। ‘মুখ সামলে কথা বলুন’, তোপ দাগলেন ভারতীয় কিংবদন্তির বিরুদ্ধে।
পাকিস্তান গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছে। ফাইনালে ভারত-নিউজিল্যান্ড টক্কর। কিন্তু ভারত-পাক মাঠের বাইরের লড়াই থামার লক্ষণ নেই। দুই প্রাক্তন গাভাসকার-ইনজির মৌখিক যুদ্ধ তা ফের উসকে দিল।
ইনজামাম বলেছেন, ‘গাভাসকারজি, কিছু মন্তব্য করার আগে পরিসংখ্যানে চোখ বুলোনো প্রয়োজন। আপনি অনেক সিনিয়ার ও অভিজ্ঞ ক্রিকেটার। আমরাও সম্মান করি আপনাকে। ভারত ভালো খেলছে। দলের প্রশংসা করতেই পারেন। কিন্তু অন্য দল, দেশকে নিয়ে এরকম আলটপকা মন্তব্যের অধিকার কে দিয়েছে? মুখ সামলে কথা বলুন। এরকম মন্তব্য করবেন না।’
২৩ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচের ঘটনা। ভারত জেতার পর প্রতিপক্ষের উদ্দেশ্যে কটাক্ষের সুরে গাভাসকার বলেছিলেন, ‘আমার ধারণা ভারতের ‘বি’ িটমও পাকিস্তানকে হারিয়ে দেবে। ‘সি’ দলের কথা বলতে পারব না আমি। তবে ভারতীয় ‘বি’ দলের বিরুদ্ধে খেললেও সমস্যায় পড়বে পাকিস্তান। ওদের হাল এতটাই খারাপ।’