উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গিল, রাহুল বা সিরাজ নন! ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে কার্যকরী প্লেয়ার হিসাবে অন্য এক খেলোয়ারকে বেছে নিয়েছে ভারতীয় দল। সোমবার ওভাল টেস্টে ঐতিহাসিক জয়লাভের পরে সাজঘরে ফিরে সিরিজের ইমপ্যাক্ট প্লেয়ার বেছে নেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু কে সেই ইমপ্যাক্ট প্লেয়ার? কোচ গম্ভীরের মতে সিরিজের সবচেয়ে কার্যকরী প্লেয়ার ওয়াশিংটন সুন্দর।
ম্যাচ শেষে সাজঘরে ফিরে প্লেয়ারদের উদ্দেশ্যে গম্ভীর বলেন, ‘‘যে ভাবে আমরা সিরিজটা ২-২ ড্র করলাম, সেটা এককথায় অসাধারণ। সকলকে অভিনন্দন। শুরু থেকে ক্রমশ ভালো হয়েছে আমাদের পারফরম্যান্স। সকলে কঠোর পরিশ্রম করেছি। ধাপে ধাপে আমরা উন্নতি করতে পেরেছি। আমরা এ ভাবে চালিয়ে যেতে পারলে টেস্ট ক্রিকেটে দাপট দেখাতে পারব। কিন্তু সাজঘরের এই সংস্কৃতি ও এই মানসিকতা ধরে রাখতে হবে। যাতে সকলে এই সংস্কৃতির অংশ হতে চায়। আমরা তেমনই একটা আবহ তৈরি করতে চাই। সকলের জন্য শুভকামনা রইল। সবাই সময়টা নিজের মতো করে উপভোগ কর। তোমরা দিন দুয়েক সম্পূর্ণ বিশ্রাম নিতে পার। এই বিরতি তোমাদের প্রাপ্য।’’
এরপরেই তিনি জাদেজাকে ডেকে নেন। জাদেজা এসে সব প্লেয়ারদের মাঝে দাঁড়িয়ে ওয়াশিংটন সুন্দরকে ডেকে নেন এবং তাঁর গলায় সিরিজের ইমপ্যাক্ট প্লেয়ারের (Influence Participant) পদক পরিয়ে দেন। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টে সুন্দরের সংগ্রহ ২৮৪ রান। একটি শতরান এবং একটি অর্ধশতরান করেছেন তিনি। বিপক্ষের উইকেট নিয়েছেন ৭ টি। এদিন সিরিজের ইমপ্যাক্ট প্লেয়ারের পদক পাওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি সুন্দর। তিনি বলেন, ‘‘এটা আমার কাছে এক আশীর্বাদ স্বরুপ। এই সফরে চারটে ম্যাচে খেলার সুযোগ পেয়েছি আমি। ইংল্যান্ডের মাটিতে সব সময় ভালো পারফর্ম করার কথা ভাবতাম। দলের জন্য সেরাটা দিতে চেয়েছি সব সময়। এখানে এসে প্রতি দিন দুর্দান্ত লড়াই করেছি আমরা। সকলের মধ্যে অফুরান প্রাণশক্তি ছিল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, ক্রিকেটের এই তিন বিভাগেই আমরা তুল্যমূল্য লড়াই চালিয়ে গিয়েছি। সবাই তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি সবসময়। সবসময় একে অপরের পাশে থাকার চেষ্টা করেছি। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই।’’