উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসির তালিসে দ্বীপের কাছে রবিবার একটি যাত্রীবাহী জাহাজে আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, প্রায় ২৮০ জন যাত্রী নিয়ে কেএম বার্সেলোনা ৫ (KM Barcelona 5) নামের জাহাজটি উত্তর সুলাওয়েসির রাজধানী মানাদোর দিকে যাচ্ছিল।
ঘটনা প্রসঙ্গে ইন্দোনেশিয়ার মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (Bakamla) এক বিবৃতিতে জানিয়েছে, “পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে দুজনকে এখনও শনাক্ত করা যায়নি। এদিকে, ২৮৪ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জাহাজের উপরের ডেক থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দুপুর ১:৩০ মিনিট (স্থানীয় সময়) নাগাদ আগুন লাগে বলে জানা গেছে। আগুনের হাত থেকে বাঁচতে অনেক যাত্রী সমুদ্রে ঝাঁপ দেন।
এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে একজন যাত্রীকে দেখা যাচ্ছে একটি শিশুকে ধরে জলে ভাসতে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “সাহায্য করুন, কেএম বার্সেলোনা ভি-তে আগুন লেগেছে। এখনও অনেক লোক জাহাজে আছে। আমরা সমুদ্রে পুড়ছি, আমাদের দ্রুত সাহায্য দরকার।” জানা গিয়েছে, জাহাজটি তালাউদ দ্বীপপুঞ্জ থেকে যাত্রা শুরু করে মানাদো বন্দরের দিকে যাচ্ছিল। আগুন লাগার নেপথ্যের কারণ সন্ধানে তদন্ত শুরু হয়েছে।