উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তান মিসাইল এবং ড্রোন হামলা শুরু করার পর দেশের মোট ২৪টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। অবশিষ্ট বিমানবন্দরগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। বৈধ টিকিট ছাড়া এখন কেউ আর টার্মিনালে ঢুকতে পারবেন না।
বিমানবন্দরে ঢোকার মুখে গাড়ি এবং যাত্রীদের ভালোরকম করে পরীক্ষার পরই এগিয়ে যেতে দেওয়া হবে। যে বিমানবন্দরগুলিতে বিমান চলাচল বন্ধ করা হয়েছে তা হল, চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, ভুন্তার, কিষেণগড়, পাতিয়ালা, সিমলা, কাংড়া-গাগ্গাল, ভাতিন্দা, জয়শলমীর, যোধপূর, বিকানের, হালওয়ারা, পাঠানকোট, জম্মু, লে, মুন্ড্রা, জামনগর, হিসার, পোরবন্দর, কেশর, কান্ডলা ও ভূজ।