উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পহলগাম হামলায় জড়িত জঙ্গিরা আজও অধরা। এরই মধ্যে যুবরাজ সিং, সুরেশ রায়নার মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটারেরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে খেলবেন পাকিস্তানের বিরুদ্ধে। ভারতীয় বোর্ডের তরফে এব্যাপারে তাঁদের অনুমতিও দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের তীব্র সমালোচনা করেছেন শিবসেনা (ইউবিটি)-র রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।
পহলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে ‘নো-এনগেজমেন্ট’ অর্থাৎ কোনও সম্পর্ক না রাখার অবস্থান নিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং বিসিসিআই। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি সেই অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তাঁর কটাক্ষ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের ডব্লিউসিএলে পাকিস্তানের বিরুদ্ধে খেলার অনুমতি দেওয়া বিসিসিআইয়ের ‘নৈতিক দৈনতা’-কে প্রতিফলিত করে।
পহলগাম হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। সেকথা কেন্দ্রীয় সরকারকে মনে করিয়ে দিয়ে প্রিয়াঙ্কা বলেছেন, ‘একেবারে নির্লজ্জ! হ্যালো ভারত সরকার, পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক না রাখার কী হল? পহেগাম হামলায় জড়িত সঙ্গিরা এখনও ধরা পড়েনি। সেখানে আমাদের একটি ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ পুনরায় শুরু করতে মরিয়া।’
তাঁর সংযোজন, ‘আর কিছু না হলে, অন্তত সেই পরিবারগুলির কথা ভাবুন যারা জঙ্গি হামলায় তাদের প্রিয়জনদের হারিয়েছে। হ্যালো, বিসিসিআই, আইসিসি – আপনারা রক্তমাখা টাকার পিছনে ছুটে নিজেদের নৈতিক দৈনতার পরিচয় দিচ্ছেন।’
প্রসঙ্গত, ১৮ জুলাই ইংল্যান্ডে শুরু হয়েছে ডব্লিউসিএল। বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেট তারকারা এতে অংশ নিয়েছেন। যুবরাজ সিংয়ের নেতৃত্বে ভারতীয় দল রবিবার (২০ জুলাই) এজবাস্টনে পাকিস্তানের মুখোমুখি হবে।
পহেলগাম হামলার পর বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা জোর দিয়ে বলেছিলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট খেলবে না ভারত। এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও নয়।’ তবে ডব্লিউসিএলের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে।