India-Russia Relation | দ্বিপাক্ষিক বৈঠকের আগেই একই গাড়িতে মোদি-পুতিন, প্রধানমন্ত্রীর জন্য ১০ মিনিট অপেক্ষাও করলেন রুশ প্রেসিডেন্ট – Uttarbanga Sambad

India-Russia Relation | দ্বিপাক্ষিক বৈঠকের আগেই একই গাড়িতে মোদি-পুতিন, প্রধানমন্ত্রীর জন্য ১০ মিনিট অপেক্ষাও করলেন রুশ প্রেসিডেন্ট – Uttarbanga Sambad

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিনে এসসিও সম্মেলন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) গভীর বন্ধুত্বের ছবি ধরা পড়েছে (India-Russia Relation)। সোমবার এসসিও সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিপাক্ষিক বৈঠক (Bilateral) করেন দুই রাষ্ট্রপ্রধান। এমনকি প্রোটোকলের বাইরে বেরিয়ে এসসিও সম্মেলনের ফাঁকে একই গাড়িতে চেপে বৈঠকস্থলের উদ্দেশে রওনা দেন তাঁরা।

সূত্রের খবর, এসসিও সম্মেলনে অংশগ্রহণের পর দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আগে থেকে ঠিক করা জায়গায় মোদির সঙ্গেই যেতে চেয়েছিলেন পুতিন। তাই তিনি মোদির জন্য প্রায় ১০ মিনিট অপেক্ষাও করেছিলেন, যাতে তাঁরা একসঙ্গেই যেতে পারেন। বৈঠকস্থলের উদ্দেশে যাওয়ার সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। দ্বিপাক্ষিক বৈঠকস্থলে পৌঁছানোর পরেও গাড়িতেই আরও ৪৫ মিনিট আলোচনা চালিয়ে যান তাঁরা। এরপর বৈঠকস্থলে পৌঁছে এক ঘণ্টারও বেশি সময় ধরে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি ও পুতিন।

এদিন রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মোদি জানিয়েছেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করাই এখন সমগ্র মানবতার লক্ষ্য। তাঁর কথায়, ‘আমরা ইউক্রেনে চলমান সংঘাত নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি। শান্তির প্রতিষ্ঠার জন্য সাম্প্রতিক সকল প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি সকল পক্ষ গঠনমূলকভাবে এগিয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাতের অবসান ঘটাতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি উপায় খুঁজে বের করতে হবে।’

মার্কিন শুল্কবাণকে উপেক্ষা করেই ভারত-রাশিয়া মজবুত সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন মোদি। তিনি বলেন, ‘ভারত এবং রাশিয়া সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা কেবল উভয় দেশের জনগণের জন্যই নয়, বিশ্বশান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ।’ সম্প্রতি ক্রেমলিনের তরফে জানানো হয়েছিল, চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসবেন পুতিন। আর সেই খবরে সোমবার কার্যত সিলমোহর দিয়ে মোদি বলেন, ‘এই বছরের ডিসেম্বরে ২৩ তম শীর্ষ সম্মেলনে আপনার উপস্থিতির জন্য ১৪০ কোটি ভারতীয় অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে খুশি পুতিনও। তিনি বলেন, ‘আপনার সঙ্গে দেখা করে আমি খুবই আনন্দিত। ভারত এবং রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারির ১৫ বছর পূর্ণ হবে ডিসেম্বরে। রাশিয়া এবং ভারতের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আজকের বৈঠকের পর দুই দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটবে বলেই আশা করা হচ্ছে।’

মোদি ও পুতিনের বৈঠকের পর ভারতের বিদেশমন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে, এদিনের বৈঠকে আর্থিক, জ্বালানির ক্ষেত্র সহ দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতির বিষয়ে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *