India refused to play towards Pakitstan in WCL, eradicated

India refused to play towards Pakitstan in WCL, eradicated

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব লেজেন্ডস লিগে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি উপেক্ষা করলেন শিখর ধাওয়ান-ইউসুফ পাঠানরা। ভারতীয় দল সাফ জানিয়ে দিল, কোনও পরিস্থিতিতেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে না তারা। সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে WCL কর্তৃপক্ষ। ফলে এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিল ভারত। ম্যাচ না খেলেই ফাইনালে চলে গেল পাকিস্তান।

সরকারিভাবে বিবৃতি দিয়ে WCL-এর তরফ থেকে জানানো হয়, ‘মানুষের আবেগকে সম্মান করা উচিৎ। আমরা যা করি সেটা দর্শকদের জন্যই। ভারতীয় দল সেমিফাইনাল থেকে সরে দাঁড়াতে চেয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। পাকিস্তান দল খেলতে চেয়েছিল, সম্মান করতে হবে সেই সিদ্ধান্তকেও। তাই সমস্ত বিষয় খতিয়ে দেখে এই সেমিফাইনাল ম্যাচটি বাতিল করা হচ্ছে। ফলস্বরূপ পাকিস্তান ফাইনালে চলে যাবে।’

উল্লেখ্য, পহেলগাঁও হামলার প্রতিবাদে টুর্নামেন্টের গ্রুপ পর্যায়েও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারত। সেমিফাইনালের আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় ক্রিকেটার বলেন, “আমাদের দেশ সকলের উপরে। ইন্ডিয়াকে লিয়ে কুছ ভি। আমরা প্রত্যেকে ভারতীয় দলের সদস্য হিসাবে গর্বিত। বহু কষ্ট, বহু পরিশ্রম করে জার্সিতে দেশের পতাকা লাগাতে পেরেছি। এটা আমাদের অর্জন। তাই দেশকে অপমান করতে পারব না, যাই পরিস্থিতি হোক না কেন। ভারত মাতা কি জয়।”

প্রসঙ্গত, এই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন ভারত। কিন্তু পহেলগাঁও হামলার পর এই টুর্নামেন্টে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের। ভারতীয় দলে রয়েছেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। কিন্তু প্রথমে শিখর ধাওয়ান ওই ম্যাচে নামতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। এরপর একে একে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হন। গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও একজোট হয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করলেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *