উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে সংঘাত চলাকালীন (India-Pak Battle) একাধিকবার পরমাণু হামলার হুঁশিয়ারি এসেছিল পাকিস্তানের তরফে। এমনকি ভারতে সত্যিই পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা (Nuclear warfare) করেছিল ইসলামাবাদ, এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল সম্প্রতি। তবে সেই জল্পনা সরাসরি খারিজ করে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)।
শনিবার ইসলামাবাদে একদল পাক পড়ুয়ার সঙ্গে দেখা করেন শাহবাজ শরিফ। সেই সময় তাঁকে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, উত্তরে তিনি বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং দেশের প্রতিরক্ষার জন্য। আগ্রাসনের জন্য নয়।’
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভার-পাক সম্পর্কের আরও অবনতি ঘটে। সেই সময় পাকিস্তানকে জবাব দিতে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দেওয়া সহ একাধিক পদক্ষেপ নেয় নয়াদিল্লি। এরপর থেকেই পাক মন্ত্রী ও কূটনীতিবিদরা ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারিও দিয়েছিলেন একাধিকবার। আর এমনটা হলে পালটা জবাব দেওয়া হবে বলেও সাফ জানিয়েছিল ভারত। এরপর ভারত গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায়। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকেই জোরদার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই প্রতিবেশী দেশ। যদিও ১০ মে দুই দেশই সংঘর্ষবিরতিতে রাজি হয়। ভারত ও পাকিস্তান পরমাণু শক্তিধর হওয়ায় প্রথম থেকেই উদ্বেগ তৈরি হয়েছিল বিশ্বজুড়ে। এমনকি দুই দেশের সংঘাত পরমাণু অস্ত্রের ব্যবহারের পরিকল্পনা পর্যন্ত পৌঁছে গিয়েছিল বলে দাবি করেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। যদিও এই ধরনের কোনও পরিকল্পনা ছিল না বলেই এবার সাফ জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।