উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবসর ভেঙে ভারতীয় দলে নিজের অপরিহার্যতা বুঝিয়ে দিলেন সুনীল ছেত্রী। ন’মাস পর ফের ভারতীয় দলের জার্সি গায়ে মলদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচে নেমেছিলেন সুনীল। গোলও করলেন প্রত্যাবর্তনের মঞ্চে। শিলংয়ের মাঠে এদিন মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশ ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ভারত। জাতীয় দলের কোচ হওয়ার পর এই প্রথম জয়ের স্বাদ পেলেন মানোলো।
শিলংয়ের মাঠে মালদ্বীপের বিরুদ্ধে একতরফা খেলে ৩-০ গোলে জয় ছিনিয়ে নিল ভারত। ফিফার ক্রমতালিকায় ভারতের স্থান ১২৬। সেখানে মালদ্বীপের স্থান ১৬২। এদিন খেলার শুরু থেকেই মাঠের দুই প্রান্ত ধরে আক্রমণ চালিয়ে গেলেন ভারতের লিস্টন কোলাসো ও মহেশ নাওরেম সিংহ। ছোট ছোট পাসে খেলছিল ভারত। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় ব্রেন্ডন ফের্নান্দেসের কর্নার থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন রাহুল। ১ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দিলেও গোল সংখ্যা বাড়াতে পারেনি টিম ইন্ডিয়া। একাধিক সুযোগ নষ্ট করেন ফারুখ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পান ফারুখ। সহজ সুযোগ হারান তিনি। এই ম্যাচে হ্যাটট্রিক করতে পারতেন তিনি। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় কর্নার থেকে হেডে গোল করেন লিস্টন। ভারত এগিয়ে যায় ২-০ গোলে। এদিন মাঠের দর্শকদের হতাশ করেননি সুনীলে ছেত্রী। ৭৬ মিনিটের মাথায় লিস্টনের ক্রসে মাথা ছুঁইয়ে জালে বল জড়িয়ে দেন সুনীল। তার পরে হাতজোড় করে এগিয়ে যান গ্যালারির দিকে। ৮২ মিনিটের মাথায় সুনীলকে তুলে নেন কোচ। বাকি সময়েও ব্যবধান বাড়ানোর চেষ্টা করে ভারত। কিন্তু ৩-০ গোলেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।
আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। বড় ব্যবধানে জিতে মনোবল বাড়িয়ে নিলেন সুনীলরা।