মুম্বই: ভারতীয় দলের ঘোষিত বাংলাদেশ সফর সম্ভবত বাতিল হতে চলেছে। পদ্মাপারে পালাবদলের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে। ভারত বিরোধিতার হাওয়া বাংলাদেশে। ভারত বিদ্বেষ বাড়ছে। এহেন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলকে আদৌ সফরের অনুমতি দেওয়া নিয়ে টালবাহানা জারি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে সফরের ছাড়পত্রের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে। যদিও এখনও সবুজ সংকেত মেলেনি।
আগামী অগাস্ট মাসের সফরে টি২০ এবং ওডিআই, জোড়া সিরিজ (তিনটি করে ম্যাচ) খেলার কথা ভারতীয় দলের। যদিও দলের বাংলাদেশ সফর নিয়ে আপত্তি রয়েছে নরেন্দ্র মোদি সরকারের। ছাড়পত্র পাওয়ার বিষয়টি আপাতত বিশবাঁও জলে। ফলে টেস্টকে গুডবাই জানানোর পর বিরাট কোহলি, রোহিত শর্মাদের জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন আরও পিছিয়ে যেতে চলেছে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম এদিন এই অনিশ্চয়তার কথা জানিয়েছেন। বলেছেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে ইতিবাচক কথাবার্তা হয়েছে। ওরা ভারত সরকারের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। যদি অগাস্টে সিরিজ শেষপর্যন্ত না হয়, আশাকরি অদূর ভবিষ্যতে দুই দেশের গ্রহণযোগ্য সময়ে ভারত-সিরিজ আয়োজনের সুযোগ পাব আমরা।’