India-Bangladesh | ওমানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক জয়শংকরের, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা

India-Bangladesh | ওমানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক জয়শংকরের, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ (India-Bangladesh) দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেকার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্ব দিল দুই দেশ। রবিবার ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের বৈঠকে দুই দেশই এই লক্ষ্যে সহমত হয়েছে। এদিন বৈঠকের পর এক্স হ্যান্ডলে বৈঠকের ছবি পোস্ট করে এস জয়শংকর বলেন ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ হল। আলোচনার কেন্দ্রে ছিল দ্বিপাক্ষিক  সম্পর্ক, বিমস্টেক নিয়েও আলোচনা হয়েছে।’ উল্লেখ্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের আঞ্চলিক জোট ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কোঅপারেশন’ বা সংক্ষেপে বিমস্টেক নিয়েও সম্প্রতি আগ্রহ বাড়িয়েছে ভারত।

গত ৫ অগাস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের জেরে দেশ ছাড়ার পর থেকে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়়েছে। বিশেষ করে হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় ভারতের উপর রুষ্ট বাংলাদেশ। তারা হাসিনাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানিয়েছে। অন্যদিকে ভারতও বারবার বাংলাদেশে সংখ্যালঘু বিশেষত হিন্দুদের উপর ‘অবর্ণনীয়’ অত্যাচার, হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশকে পরিস্থিতি কড়া হাতে মোকাবিলার বার্তা দিয়েছে।  দুই দেশের সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বারংবার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। রয়েছে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের মতো সমস্যাও। এই পরিস্থিতিতে জয়শংকরের সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এটা দ্বিতীয় বৈঠক। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির বৈঠকের ফাঁকে একবার আলোচনার টেবিলে বসেছিলেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *