উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার ভোরে ফের নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে একাধিক জায়গায় গোলাগুলি চালিয়েছে পাক সেনা। কুপওয়ারা, নৌসেরা, সুন্দেরবানি, উরি এবং আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালায় পাকিস্তান। যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও। উত্তর কাশ্মীরের বারামুলা জেলার উরিতে সীমান্তের ও পার থেকে ছোড়া গোলার আঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছেন আরও এক জন। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মুর সীমান্তবর্তী অঞ্চলে গিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
সেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি রাজস্থান, পঞ্জাবের একাংশেও ড্রোন হামলা চালায় পাকিস্তান। সীমান্তের ওপার থেকে ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। হামলা শুরু হতেই এলাকাগুলিকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। চণ্ডীগড়েও বাজানো হয় সাইরেন। আজ সকালেও সাইরেন বাজে চণ্ডীগড়ে।
এদিকে, পাকিস্তানের ৫০টি ড্রোন ভারতীয় সেনা ধ্বংস করলেও ড্রোন হামলার ঘটনা অস্বীকার করেছে ইসলামাবাদ। ড্রোন হামলার ঘটনাটি ভিত্তিহীন অভিযোগ। ভারতের তরফে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান।