উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সিরিজ বাঁচাতে গেলে এই টেস্ট জিততেই হবে ভারতকে। এই মুহূর্তে সিরিজে ২-১ টেস্টে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। চতুর্থ টেস্টেও ক্রমশ জয়ের পথে এগোচ্ছে ব্রিটিশরা। চতুর্থ টেস্টের তৃতীয় দিনে রানের পাহাড়ে ইংল্যান্ড। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড তুলেছে ৫৪৪/৭। দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং না করলে এই টেস্ট ভারতের পক্ষে বাঁচানো কার্যত অসম্ভব। এগিয়ে রয়েছে ১৮৬ রানে। এখনও বাকি টেস্টের দু’দিন।
তৃতীয় দিনে ম্যাঞ্চেস্টারের পাটা পিচে কোনও সুবিধাই পেলেন না জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজেরা। সাফল্য পেলেন না কম্বোজও। সেই সুযোগটাকে অনায়াসেই কাজে লাগিয়ে দুর্ধর্ষ ব্যাটিং করে গেলেন রুট এবং পোপ। কম্বোজের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়েছিলেন পোপ। কিন্তু সেই ক্যাচ ধরতেই পারলেন না জুরেল। রুট-স্টোকসের জুটিতে পাঁচশো রানের দিকে এগিয়ে যেতে থাকে ইংল্যান্ড। তবে পায়ে টান ধরায় সাজঘরে ফেরেন ইংরেজ অধিনায়ক। তার কিছুক্ষণ পর ফিরে যান রুটও (১৫০)। ওয়াশিংটনের বলে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হন ব্রুক। তিনি পোপের উইকেটও তুলে নেন। টিকতে পারেননি জেমি স্মিথ (৯) এবং ক্রিস ওকসও (৪)। ওকস ফেরার পর আবার নামেন স্টোকস।
ইংল্যান্ড যে দু’দিন ব্যাট করেছে, দু’দিনই আকাশে বেশির ভাগ সময়ে রোদ ছিল। ভারতকে চতুর্থ দিন ব্যাট করতে নামতে হবে। শনিবার আকাশ মেঘলা থাকার কথা। ফলে ইংল্যান্ডের বোলাররা বাড়তি সুবিধা পাবেন। এখন দেখার, ইংরেজ বোলারদের সামলে এই ম্যাচ শুভমনেরা বার করতে পারেন কি না।