Ind-Eng 2nd Take a look at | সিরাজ-আকাশ দীপের আগুনে স্পেল, ৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে বার্মিংহামে ইতিহাস গড়ল ভারত – Uttarbanga Sambad

Ind-Eng 2nd Take a look at | সিরাজ-আকাশ দীপের আগুনে স্পেল, ৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে বার্মিংহামে ইতিহাস গড়ল ভারত – Uttarbanga Sambad

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দ্বিতীয় টেস্টে (India-England Second Take a look at) বড় রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সি্রিজে সমতা ফেরাল ভারত। এজবাস্টনে (Edgbaston Take a look at) প্রথম ইনিংসে মহম্মদ সিরাজ (Md Siraj) বল হাতে দাপট দেখালেও দ্বিতীয় ইনিংসে কামাল দেখান বাংলার আকাশ দীপ (Akash Deep)। জয়ের জন্য পাহাড় প্রমাণ ৬০৮ রানের চাপ মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটাররা। ইংরেজদের ব্যাটিং ব্রিগেডে আঘাত হানেন দুই ভারতীয় পেসার সিরাজ ও আকাশ দীপ। পরবর্তীতে আর ভারতীয় বোলারদের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি বেন স্টোকের সতীর্থরা। পঞ্চম দিনে ৬৮.১ ওভারে যবনিকা পতন হয় ব্রিটিশদের। ২৭১ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ভারত ম্যাচ জেতে ৩৩৬ রানের বিরাট ব্যবধানে। এদিনের জয়ে ৫ টেস্টের সিরিজে সমতা ফেরালেন শুভমন গিলরা। দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে বাংলার আকাশ দীপ পেয়েছেন ১০টি উইকেট। অপর ভারতীয় পেসার সিরাজ দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন মোট ৭টি উইকেট।

উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে টসে হেরে ভারত প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে করে ৫৮৭ রান। জবাবে ব্যাট করে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৪০৭ রানে। ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করে ৪২৭ রানে ডিক্লেয়ার ঘোষণা করেন অধিনায়ক গিল। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬০৮ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২৭১ রানে অলআউট হয়ে যায়। ভারত ম্যাচ জেতে ৩৩৬ রানে।

ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমিয়ে ৮০ করা হয়েছে। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৭২। টেস্টের পঞ্চম দিন ৫৩৬ রান তাড়া করা কঠিন হয়ে দাঁড়ায় ভারতের বিপক্ষে ইংল্যান্ডের। কারণ দলের টপ অর্ডারের তিন ক্রিকেটার আউট হয়ে গিয়েছিল দ্বিতীয় ইনিংসের শুরুতেই। পঞ্চম দিনের চতুর্থ ওভারেই ইংল্যান্ড হারিয়ে ফেলে অলি পোপের উইকেট। অলি মাত্র ২৪ রান করে আকাশদীপের বলে প্লেড-অন হলেন অলি পোপ। আকাশের ইনকাটারে লেগবিফোর হন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা হ্যারি ব্রুক। লাঞ্চের আগেই আকাশ দীপ পেয়েছেন ৫৮ রানে ৪ উইকেট। ইংল্যান্ড তখন ৮৩/৫। ম্যাচ বাঁচাতে গেলে এখান থেকে বড় পার্টনারশিপের প্রয়োজন ছিল। কিন্তু ইংরেজরা সেটা করতে ব্যর্থ হন। জেমি স্মিথকে সঙ্গে নিয়ে লড়াই চালাতে থাকেন স্টোকস। কিন্তু সেই লড়াই আটকে দেন ওয়াশিংটন সুন্দর। তিনি বেন স্টোকসকে বোকা বানিয়ে এলবিডব্লিউ করে সাজঘরে ফিরিয়ে দেন। ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস ৭৩ বলে ৩৩ রানে তিনি প্যাভিলিয়নে ফেরেন।

খারাপ শট খেলে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট ক্রিস ওকস (৭)। ইংল্যান্ডের শেষ ভরসা ছিলেন স্মিথ। সেই স্মিথকে আউট করলেন আকাশদীপ। দ্বিতীয় ইনিংসেও শতরান হাতছাড়া হল স্মিথের। ফিরলেন ৮৮ রানে। শর্ট মিড অনে এক প্রকার উড়ে গিয়ে এক হাতে ক্যাচ নিলেন সিরাজ। ফিরলেন টং (২)। ইংল্যান্ড ২৪৬-৯। শেষ উইকেটটিও এদিন তুলে নিলেন আকাশদীপ। আকাশ দীপের অফ স্টাম্পের বাইরের একটি বল তুলে মারতে গিয়ে আউট হলেন কার্স। টেস্টও জিতে গেল ভারত। ৬৮.১ ওভার খেলে ২৭১ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ৩৩৬ রানে ম্যাচ জিতে ৫ টেস্টের সিরিজে সমতা ফেরাল ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *