উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রথম ইনিংসে শুভমন গিলের ২৬৯ রানে ভর করে ভারত ইংল্যান্ডকে লিড দিয়েছিল ৫৮৭ রানে। দ্বিতীয় দিনে ৭৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে ছিল ইংরেজরা। তৃতীয় দিনের শুরুতে পরপর দুটো উইকেট পড়ে গেলেও চাপ সামাল দেন ব্রুক-স্মিথ জুটি। দুজনের শতরানের দৌলতে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪০৭ রানে। ৬ উইকেট তুলে নিয়েছেন ভারতের মহম্মদ সিরাজ। তৃতীয় দিনের শেষে ভারতের রান ১/৬৪। ক্রিজে রয়েছেন রাহুল ২৮ রানে এবং করুন ৭ রানে। ভারত এগিয়ে ২৪৪ রানে।
৪০৭ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস। এজবাস্টনে ৩ উইকেটে ৭৭ হাতে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুতেই উইকেট হারায় ব্রিটিশরা। ২২ রান করে সিরাজের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জো রুট। রুটের পরের বলেই আউট হয়ে যান স্টোকস (শূন্য)। পর পর দু’বলে ২ উইকেট নিলেন সিরাজ। পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন স্টোকসও। ইংল্যান্ড ৮৪/৫।
পরপর দুটি উইকেটের পতন হতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। সেই চাপ কাটিয়ে ঘুরে দাঁড়ায় ব্রিটিশরা। চাপের মুখে শতরান করে ফেলেন স্মিথ। ৮০ বলে শতরান পূর্ণ করেন তিনি। ইংল্যান্ড ২৪৮/৫। প্রথম ২ ঘণ্টায় ২৭ ওভারে ১৭২ রান তুলে নেন ব্রুক-স্মিথ জুটি। চাপ কাটিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের রান দাঁড়ায় ২৪৯/৫। চা পানের বিরতিতে ইংল্যান্ড ৩৫৫/৫। অবশেষ ব্রুক-স্মিথের ৩০৩ রানের জুটি ভাঙেন বাংলার আকাশদীপ। সুইংয়ে পরাস্ত হয়ে বোল্ড হন ব্রুক (১৫৮)। স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে। ইংল্যান্ড ৩৮৭/৬।
এরপর থেকে একের পর এক উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের। আকাশদীপের বলে করুণের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওকস (৫)। ভারতকে লড়াইয়ে ফেরালেন বাংলার জোরে বোলার। ইংল্যান্ড ৩৯৫/৭। খাতা না খুলের সিরাজের বলে এলবিডব্লিউ হন কার্স। ইংল্যান্ড ৩৯৬/৮। সিরাজের বলে এলবিডব্লিউ হন টং। ইংল্যান্ড ৪০৭/৯। সিরাজকে ৬ নম্বর উইকেট তুলেন দেন বশির। বশিরকে শূন্য বলে বোল্ড বশির (শূন্য)। ১৮৪ রানে অপরাজিত থাকলেন স্মিথ। ২০ রানে শেষ ৫ উইকেট পড়ল ইংল্যান্ডের। স্টোকসদের প্রথম ইনিংস শেষ হল ৪০৭ রানে। ৭০ রানে ৬ উইকেট নিলেন সিরাজ। ১৮০ রানে এগিয়ে থাকল ভারত।
১৮০ রানের পুঁজি হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল। প্রথম থেকে দুই ভারতীয় ব্যাটার ভালোই ব্যাট করছিলেন। কিন্তু ২৮ রান করে টংয়ের বলে এলবিডব্লিউ হন যশস্বী। তৃতীয় দিন শেষে ভারতের রান ১/৬৪। ক্রিজে রয়েছেন রাহুল ২৮ রানে এবং করুন ৭ রানে। ভারত এগিয়ে ২৪৪ রানে।