Imtiaz Ali | ‘জব উই মেট’র সিক্যুয়েলে একসঙ্গে দেখা যাবে শাহিদ-করিনাকে? মুখ খুললেন পরিচালক ইমতিয়াজ

Imtiaz Ali | ‘জব উই মেট’র সিক্যুয়েলে একসঙ্গে দেখা যাবে শাহিদ-করিনাকে? মুখ খুললেন পরিচালক ইমতিয়াজ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি জয়পুরে এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে প্রাক্তন জুটি শাহিদ কাপুর (Shahid Kapoor) এবং করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan)। দেখা হওয়া মাত্র সৌজন্যের খাতিরে একে অপরকে আলিঙ্গন করেন তাঁরা। এমনকি পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা গিয়েছে তাঁদের। সেই মুহূর্ত নিমেষের মধ্যেই ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। সেইসব ভিডিও বর্তমানে রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এরপরই প্রশ্ন উঠেছে, এবার কি ‘জব উই মেট’র সিক্যুয়েল আসবে? জনপ্রিয় চরিত্র গীত আর আদিত্যকে কি ফের একসঙ্গে দেখা যাবে? অবশেষে এপ্রসঙ্গে মুখ খুলেছেন ‘জব উই মেট’ (Jab We Met) ছবির পরিচালক ইমতিয়াজ আলি (Imtiaz Ali)।

এক সাক্ষাৎকারে এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে পরিচালক বলেন, “বহুদিন পর শাহিদ ও করিনাকে একসঙ্গে দেখে ভালো লাগছে। মানুষ আবার ‘জব উই মেট’ ছবি নিয়ে কথা বলছে। ছবিটি মুক্তি পাওয়ার অনেক বছর পেরিয়েও গিয়েছে। আমার মনে হয় এই ছবিটির স্বাদ বাঁচিয়ে রাখা উচিত। সিক্যুয়েল নিয়ে এসে ছবিটি নষ্ট করা উচিত নয়।” তিনি আরও বলেন, ‘আমি আসলে শাহিদ এবং করিনাকে নিয়ে কোনও ছবি তৈরির পরিকল্পনা করছি না আপাতত। তবে তাঁদের ফের দেখা হয়েছে। যা খুবই ভালো। দুজনেই খুব দুর্দান্ত অভিনেতা। ওঁদের সঙ্গে কাজ করে আমার অবশ্যই সবচেয়ে ভালো সময় কেটেছে।’

সুতরাং, ‘জব উই মেট’ ছবির সিক্যুয়েল আসার যে কোনও সম্ভাবনা নেই, তা স্পষ্ট করে দিয়েছেন স্বয়ং পরিচালকই। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘জব উই মেট’ ছবিটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *