উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২৫ তম আইফা আয়োজিত হল জয়পুরে। আর আইফার এই জলসায় অনুরাগীদের নস্টালজিয়ায় ভাসালেন শাহরুখ-মাধুরী জুটি। তাঁদের রোমান্টিক পারফর্মেন্সের ঝলক মুহূর্তেই নজর কেড়েছে নেটদুনিয়ার। দীর্ঘ ১৩ বছর বাদে আইফার মঞ্চে একসঙ্গে এই জুটিকে পারফর্ম করতে দেখা গেল। তাঁদের মহরার ভিডিও আগেই প্রকাশ্যে এসেছিল। তখন থেকেই অনুরাগীদের প্রত্যাশার পারদ চড়ছিল নব্বইয়ের দশকের এই হিট জুটিকে দেখতে। এদিন অনুরাগীদের সেই চাওয়া পাওয়ার মধ্যে বিন্দুমাত্র অসঙ্গতির জায়গা রাখেননি শাহরুখ-মাধুরী। আর নিজেদের প্রিয় জুটিকে ভালোবাসা উজাড় করে দিতেও বিন্দুমাত্র কার্পণ্য করেননি অনুরাগীরা।
শাহরুখ-মাধুরীর মতো অনুরাগীদের মন জিতে নেওয়ার পাশাপাশি আইফার মঞ্চে সেরা সিনেমার পুরস্কার জিতে নিল কিরণ রাও-এর লাপাতা লেডিস। কার্তিক আরিয়ান জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার ভুল ভুলাইয়া-৩ ছবিটিতে অভিনয়ের জন্য। আর লাপাতা লেডিস সিনেমাটিতে তাঁর অসামান্য অভিনয়ের দরুন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটি জিতে নিলেন নিতানসি গোয়েল।