ICDS Heart | কোথাও নিজস্ব ঘর নেই, কোথাও নেই বিদ্যুৎ সংযোগ! সমস্যায় ৭০৯ অঙ্গনওয়াড়ি কেন্দ্র

ICDS Heart | কোথাও নিজস্ব ঘর নেই, কোথাও নেই বিদ্যুৎ সংযোগ! সমস্যায় ৭০৯ অঙ্গনওয়াড়ি কেন্দ্র

ব্লগ/BLOG
Spread the love


গৌরহরি দাস, কোচবিহার: কোচবিহার জেলায় মোট ৪ হাজার ১৭৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (ICDS Heart) মধ্যে ৭০৯টি কেন্দ্রের নিজস্ব কোনও ভবন নেই। অন্যের বাড়িতে অথবা জমিতে কেন্দ্রগুলি চলার কারণে অধিকাংশ চরম দুরবস্থার শিকার। দীর্ঘদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি জমিহীন, ঠিকানাহীন অবস্থায় থাকার পরেও প্রশাসনের তরফে সমস্যা সমাধানে পদক্ষেপ করা হয়নি কেন, প্রশ্ন উঠেছে।

শুধু জমির সমস্যা নয়। এতদিন পর্যন্ত জেলার অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির একটিতেও বিদ্যুৎ সংযোগ ছিল না। সম্প্রতি কোচবিহারের জেলা শাসক অরবিন্দকুমার মিনার উদ্যোগে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ছয় মাস থেকে ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের খাবার দেওয়া ও খেলার ছলে লেখাপড়া করানো অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ার নেপথ্যে সরকারের মূল উদ্দেশ্য। এলাকার অন্তঃসত্ত্বাদের দেখভাল করা হয় কেন্দ্রগুলিতে।

বিদ্যুৎ সংযোগের সুরাহার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, ‘৪,১৭৯টি কেন্দ্রের মধ্যে প্রাথমিকভাবে ৩,১৯০ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রাথমিক লক্ষ্য স্থির করা হয়েছে। ১৮ জুলাই পর্যন্ত এর মধ্যে ২,৪০৮টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বাকি কেন্দ্রগুলিতে সংযোগের কাজ আগামী মাসের মধ্যে হয়ে যাবে।’ অভিযোগ, আরও এক হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে এই তালিকায় রাখা হয়নি। এ বিষয়ে ওই আধিকারিক জানান, ‘হাজারটি কেন্দ্রের মধ্যে এখনও ৭০৯টি কেন্দ্রের নিজস্ব কোনও ভবন নেই। কিছু ভবনের অবস্থা খুব খারাপ। সংস্কার না করে সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব নয়।’

এ বিষয়ে জেলা শাসক বলেন, ‘যেসব কেন্দ্রের নিজস্ব ভবন নেই, ভবন তৈরির জন্য আমরা স্থানীয় ভূমি আধিকারিকদের জায়গা দেখতে বলেছি। এছাড়া স্নেহের পরশ প্রকল্পে আমরা প্রতিটি সেন্টারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই অধিকাংশ কেন্দ্রে এই সংযোগ দেওয়া হয়েছে। অন্যগুলিতে শীঘ্রই দেওয়া হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *