কোচবিহার: উচ্চ মাধ্যমিকে (HS Outcome 2025) রাজ্যে পঞ্চম কোচবিহারের (Cooch Behar) টাকাগাছের বাসিন্দা ঐশিকী দাস। মণীন্দ্রনাথ হাই স্কুলের (Manindranath Excessive Faculty) বিজ্ঞান বিভাগের ঐশিকীর প্রাপ্ত নম্বর ৪৯৩।
এদিন ফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে মেতে ওঠে ঐশিকীর পরিবার। ঐশিকী বলে, ‘আমার পড়াশোনার নির্দিষ্ট কোনও সময় ছিল না। যখন যতটুকু প্রয়োজন পড়াশোনা করতাম। ভবিষ্যতে পদার্থবিদ্যা (Physics) নিয়ে গবেষণা করতেই চাই।’ ঐশিকীর বাবা শংকর দাস পেশায় শিক্ষক। মা নমিতা দাস গৃহবধূ। মেয়ের সাফল্যে তাঁরাও অত্যন্ত আনন্দিত। এদিন ঐশিকীর বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
ঐশিকীর পাশাপাশি যুগ্মভাবে পঞ্চম হয়েছে আরও পাঁচজন। বীরেশ ঘোষ, রামকৃষ্ণ বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর। প্রান্তিক গঙ্গোপাধ্যায়, আরামবাগ হাই স্কুল, হুগলি। তন্ময় পথিক, সোনারপুর বিদ্যাপীঠ হাই স্কুল, দক্ষিণ ২৪ পরগনা। ঋত্বিক পাল, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট, পূর্ব বর্ধমান। কুন্তল চৌধুরি, ভাতার এমপি হাই স্কুল, পূর্ব বর্ধমান। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৪৯৩।