Hina Khan | ক্যানসারের সঙ্গে অবিরাম লড়াই, অদম্য মনের জোর, মক্কায় গেলেন হিনা

Hina Khan | ক্যানসারের সঙ্গে অবিরাম লড়াই, অদম্য মনের জোর, মক্কায় গেলেন হিনা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রেস্ট ক্যানসারের তৃতীয় ধাপে হিনা খান (Hina Khan)। লড়াই সহজ নয়। তবু অদম্য মনের জোরে এগিয়ে চলেছেন তিনি। এই অসুস্থ শরীরেও মক্কায় (Mecca) গেলেন অভিনেত্রী। পবিত্র রমজান (Ramadan) মাসে উমরাহ করার ছবি শেয়ার করলেন।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি শেয়ার করেছেন হিনা খান। অ্যালবামে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, উমরাহ ২০২৫। আল্লা ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আমি বাকরুদ্ধ।’ চুলের ছবিও শেয়ার করেন অভিনেত্রী।

ছোটপর্দায় ‘ইয়ে রিশতা ক্যায়া কেহেলতে হ্যায়’ দিয়ে যাত্রা শুরু হিনার। ‘খাতরো কে খিলাড়ি সিজন ৮’ এবং ‘বিগ বস ১১’-এ যোগ দেন তিনি। আচমকা গত বছর সকলকে দুঃসংবাদ দিয়ে অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে জানান, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। তৃতীয় পর্যায় চলছে। তবে তিনি যে মানসিক জোর হারাননি, তাও স্পষ্ট উল্লেখ করেন। নিজের শারীরিক পরিস্থিতির কথাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান অভিনেত্রী। তবে শারীরিক অসুস্থতা পরাজিত করতে পারেনি হিনাকে। বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অদম্য মনের জোরের জন্য কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *