শিলিগুড়ি: টানা বর্ষণ, সঙ্গে ধস। পুজো শেষ হতেই ফের বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা (Heavy Rain)। দার্জিলিং থেকে শিলিগুড়িগামী জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস (Landslide) নেমে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। আটকে রয়েছেন বহু পর্যটক। অনেকেরই ট্রেন ও বিমান ধরার কথা রয়েছে। ফলে তাঁরা আদৌ সময়মতো রেলস্টেশনে বা বিমানবন্দরে পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
গতকাল অর্থাৎ শনিবার রাতেই সেবকের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর টানা বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় ধস নামার কারণে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH 10 closed)। সেই সঙ্গে শিলিগুড়ির কাছে দুধিয়ায় লোহার সেতুটি ভেঙে পড়েছে বলে খবর মিলেছে। ফলে শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অন্যদিকে, বৃষ্টিতে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকাতেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা। দ্রুত পরিস্থিতির স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চলছে।