Heatwave | এপ্রিলের ৫ থেকে ৬ দিন বাংলায় ‘হিটওয়েভ’-এর পূর্বাভাস! গরমে নাজেহাল হবে আর কোন রাজ্য?

Heatwave | এপ্রিলের ৫ থেকে ৬ দিন বাংলায় ‘হিটওয়েভ’-এর পূর্বাভাস! গরমে নাজেহাল হবে আর কোন রাজ্য?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন এপ্রিল মাসে গরমে নাজেহাল অবস্থা হতে চলেছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের। এমনটাই পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তরের। এর মধ্যে ওডিশা, বাংলা, বিহার এবং ঝাড়খণ্ড, এই রাজ্যগুলিতে এপ্রিল মাসে ৫ থেকে ৬ দিন তাপপ্রবাহের দেখা মিলতে পারে বলে জানিয়েছে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)। আইএমডি-র তরফে সোমবার আরও জানানো হয় যে, দিল্লি ও উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে ২ থেকে ৩ দিন এমন তাপপ্রবাহ চলতে পারে। অপরদিকে পূর্ব ভারতের মানুষ এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এমন তাপপ্রবাহ প্রত্যক্ষ করতে পারেন মোট ১০ থকে ১২ দিন।

সাংবাদিক সম্মেলনে আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, মধ্য,পূর্ব ও উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকায় এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বেশি পরিমাণে তাপপ্রবাহের দেখা মিলতে পারে। অপরদিকে পূর্ব এবং পশ্চিম ভারতের কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তিনি বলেন, ‘দেশের বেশিরভাগ প্রান্তেই এইসময় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। তবে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কিছুটা নীচেই থাকার সম্ভাবনা রয়েছে।’

আইএমডি-র তরফে আরও জানান হয়েছে যে, উত্তরপূর্ব ভারত এবং দেশের উপদ্বীপ এলাকাগুলিতে এপ্রিল মাসে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বছরের প্রথম বৃষ্টির পূর্বাভাস এপ্রিলের মাঝামাঝি সময়ে জারি করা হবে বলেও জানিয়েছে তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *