উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাজ্যসভার সাংসদ পদে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা সহ চারজনকে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধানের ৮০(১)(ক) অনুচ্ছেদের অধীনে বিশিষ্ট কাউকে রাজ্যসভার সদস্য মনোনীত করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। সেই ক্ষমতাবলে তিনি প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, ২৬/১১ মুম্বই হামলার মামলায় বিশেষ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম, কেরলের শিক্ষক-সমাজকর্মী সি সদানন্দন, ইতিহাসবিদ ডঃ মীনাক্ষী জৈনকে মনোনীত করেছেন। শনিবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে মনোনীত সদস্যদের মেয়াদ শেষ হওয়ায় শূন্যপদ তৈরি হয়েছে। তা পূরণের জন্য এই চারজনকে মনোনীত করা হয়েছে।
অবসরপ্রাপ্ত কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা ভারতের বিদেশ সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে রাষ্ট্রদূত, বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। গত লোকসভা ভোটের সময় জল্পনা ছড়িয়েছিল, দার্জিলিং লোকসভা আসনে বিজেপি শ্রিংলাকে প্রার্থী করতে পারে। প্রাক্তন বিদেশ সচিবও সেই মোতাবেক শিলিগুড়িতে এসে নিজেকে ভূমিপুত্র দাবি করে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন। যদিও শেষ পর্যন্ত বিজেপি লোকসভা ভোটে শ্রিংলাকে প্রার্থী করেনি।
লোকসভায় টিকিট না পেলেও রাষ্ট্রপতির মনোনয়নে এবার রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন কূটনীতিক। শ্রিংলা উত্তরবঙ্গ সংবাদকে বলেছেন, ‘এই মনোনয়নে আমি খুশি। পাহাড় সহ গোটা উত্তরবঙ্গের উন্নয়নে কাজ করব।’ শ্রিংলা সহ চারজনকেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তুলে ধরেছেন তাঁদের কৃতিত্বের কথা।