সৌরভ মিশ্র, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) বিভিন্ন সাপ্তাহিক হাটে হাতুড়ে চিকিৎসকদের রমরমা। ভরা হাটের মধ্যেই চলছে দাঁত তোলা থেকে শুরু করে বিভিন্ন অপারেশনের প্রস্তুতি। এমনকি শল্যচিকিৎসার যন্ত্রপাতি সাজিয়ে প্রকাশ্যেই রোগীদের অস্ত্রোপচারও করা হচ্ছে। বুধবার হরিশ্চন্দ্রপুরের বাংলা-বিহার সীমানা এলাকার গোবরাহােটর এমনই খবর উত্তরবঙ্গ সংবােদ প্রকাশিত হয়েছিল। খবরের জেের নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে এই বিষয়ে জেলা শাসকের অধীনে থাকা সারভেলান্স টিমকে নজরদারি চালানোর জন্য বলা হয়েছে।
এ ব্যাপারে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকািরক সুদীপ্ত ভাদুিড় বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তবে এদের বিরুদ্ধে আমরা সরাসরি আইনত ব্যবস্থা নিতে পারি না। এর জন্য পুলিশ প্রশাসন রয়েছে এবং জেলা শাসকের অধীনে জেলা সারভেলান্স টিম রয়েছে। আমরা সবাইকে এ বিষয়ে জানিয়েছি।’
বিষয়টি নিয়ে সতর্ক রয়েছেন বলে জানালেন হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বিএমওএইচ তাপস মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা এই বিষয়ে সতর্ক রয়েছি। নজরদারিও চালাচ্ছি। প্রশাসন যখনই এ ধরনের অভিযান চালাবে আমরা সবসময় সহযোগিতা করব।’
হরিশ্চন্দ্রপুর থানা এলাকা সহ চাঁচল মহকুমার বিভিন্ন সাপ্তাহিক হােট ভুয়ো চিকিৎসকের রমরমা চলছে। স্বাস্থ্য দপ্তরের সূত্রে খবর, এই সব চিকিৎসক ওভার দ্য কাউন্টার ওষুধ বিক্রির পাশাপাশি কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছেন। যেটা তাঁরা করতে পারেন না। পাশাপাশি নামী ব্র্যান্ডের ওষুধের প্যাকেটের মতো দেখতে বিভিন্ন ভিটামিন সহ জীবনদায়ী ওষুধও তাঁরা বিক্রি করছেন, যেগুলোর গুণগতমান আদৌ ঠিক নয়। তাছাড়া তঁারা হাটে যন্ত্রপাতি সাজিয়ে প্রকাশ্যে দাঁত তুলে দেওয়ার মতো কাজও করছেন। এমনকি বাড়িতে গিয়ে সন্তানপ্রসব, পাইলস, ফিস্চুলা, হাইড্রোসিল অপারেশন পর্যন্ত করে দিচ্ছেন। কিন্তু এটা করতে গিয়ে যন্ত্রপাতি স্টেরিলাইজেশন ছাড়া অন্যান্য সাবধানতা অবলম্বন করছেন না বলে অভিযোগ উঠেছে।