হরিশ্চন্দ্রপুর: বাড়ি, জমি সহ নিজের সব সম্পত্তি স্ত্রী জেসমিনের নামে নথিভুক্ত করে ভিনরাজ্যে গিয়েছিলেন কাজের খোঁজে। সম্পত্তি বেচে বাপের বাড়ি চলে যাওয়া সেই স্ত্রীকে ঘরে ফেরাতে শনিবার শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন হরিশ্চন্দ্রপুর এলাকার পরিযায়ী শ্রমিক আয়ুব হোসেন। বছর ১২ আগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার চণ্ডীপুর গ্রামের আয়ুব হোসেনের সঙ্গে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের জেসমিন পারভিনের বিয়ে হয়। তাঁদের একটি ছেলে এবং মেয়ে রয়েছে।
আয়ুব বলেন, ‘বছরখানেক হল স্ত্রী এবং সন্তান আমার কাছে থাকে না। বাপের বাড়ি চলে গিয়েছে। সম্প্রতি ফোন করে মায়ের কাছ থেকে জানতে পারি, আমাদের বাড়ি, জমি সব বিক্রি হয়ে গিয়েছে। এরপরই তড়িঘড়ি এলাকায় ফিরে আসি।’ আয়ুবের দাবি, ভালোবাসার টানে স্ত্রীকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন। এখন স্ত্রী-সন্তানকে নিজের কাছে এনে রাখতে চান তিনি। যদিও এই বিষয়ে কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলে জানা গিয়েছে।
ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনার খোঁজ নেব।’ হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, ‘এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।’ যদিও এ ব্যাপারে আয়ুবের শ্বশুরবাড়ির লোক সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি।