হরিশ্চন্দ্রপুর: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় (Dharna) বসলেন প্রেমিকা। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানা এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে প্রেমিক ও তাঁর পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণের গ্রামের পাশের গ্রামে থাকেন ওই তরুণী। আগেই তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকতেন তিনি। সেই সূত্রে মাসির বাড়ির কাছে এক তরুণের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণ নাকি বিয়ের প্রতিশ্রুতিও দেয় বলে দাবি তরুণীর। শারীরিক সম্পর্ক হয় তাঁদের। তরুণীর দাবি, বর্তমানে তিনি দু’মাসের অন্তঃসত্ত্বা।
অভিযোগ, দুই বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু কয়েকদিন আগে ওই তরুণী জানতে পারেন, তাঁর প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। এরপরই এদিন সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেন তিনি। স্ত্রীর মর্যাদার দাবিতে তিনি ধর্নায় বসেছেন বলে জানান। ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে। যদিও ওই প্রেমিকের আত্মীয়র দাবি, তরুণীর অভিযোগ ভিত্তিহীন। তরুণীর সঙ্গে তরুণের কোনও সম্পর্ক নেই। এদিন খবর পেয়ে এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Harishchandrapur Police)। পুলিশের তরফে তরুণীর সঙ্গে আলোচনায় বসা হয়েছে।