হরিশ্চন্দ্রপুর: তিন বছর ধরে ঘর ভেঙে পড়ার দরুন ত্রিপল টাঙিয়ে তার নীচেই বসবাস করছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বারোডাঙ্গা এলাকার বাসিন্দা বৃদ্ধা শেফালি দাস। পেশায় দিনমজুর ওই বিধবা। বারবার এলাকার জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক কর্তাদের ঘরের জন্য আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি। অবশেষে দলীয় কর্মীদের কাছ থেকে খবর পেয়ে পাশে দাঁড়ালেন শাসকদলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান।
বুলবুলবাবু বৃদ্ধা দিনমজুর শেফালিদেবীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং তাঁকে আর্থিক সাহায্য সহ অন্যান্য সাহায্য করেন। বুলবুল খান বলেন, ‘অবিলম্বে ওই বৃদ্ধা যাতে ঘর তৈরি করতে পারেন সে ব্যাপারে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলবেন। বিগত তিন বছর ধরে উনি ত্রিপল টাঙিয়ে রয়েছেন। এটা খুবই দুঃখজনক। আমি চেষ্টা করছি যাতে উনি সরকারি টাকায় ঘর তৈরি করতে পারেন।’
এপ্রসঙ্গে বৃদ্ধা শেফালি বলেন, ‘আবাস যোজনার সার্ভে করলেও ঘর পাইনি। মাটির ঘর ছিল সেটা ভেঙে গিয়েছে। বাধ্য হয়ে ত্রিপল টাঙিয়ে কোনওরকম মাথা গুঁজে আছি। আর জেলা পরিষদের মেম্বার দেখা করতে এসেছিলেন, সরকারি ঘর পাওয়ার আশ্বাস দিয়েছেন।’ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল ওই বৃদ্ধার সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।