দুবাই: অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। ৯ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপের আসর। যেখানে মূল আকর্ষণ ১৪ সেপ্টেম্বরের ভারত-পাক মহারণ। কী হবে সেই ম্যাচে? ফের পাকিস্তানকে হারিয়ে দেবে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া? এশিয়া কাপের লক্ষ্যে আপাতত দুবাইয়ে শিবির চলছে পাকিস্তানের। সেখানেই টিম ইন্ডিয়ার উদ্দেশ্যে ‘হুমকি’ দিয়েছেন পাকিস্তানের জোরে বোলার হ্যারিস রউফ। এশিয়া কাপের আসরে ১৪ সেপ্টেম্বরের পরেও আরও একবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। যদি দু’বার দুই প্রতিবেশীর মহারণ দেখতে পায় ক্রিকেটমহল, তাহলে দু’বারই সূর্যদের হারিয়ে দেবে পাকিস্তান, এমন মন্তব্য করেছেন হ্যারিস। তাঁর কথায়, ‘ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে দু’বার খেলা হবে। আর সেই দু’বারই ওদের হারিয়ে দেব।’
হ্যারিসের এমন হুমকি পাক সমর্থকদের আগামীর অক্সিজেন দিলেও সাম্প্রতিক পরিসংখ্যান একেবারেই পাকিস্তানের পক্ষে নেই। ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ বিশ্বকাপ, ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ, ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ- সব প্রতিযোগিতার আসরেই পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। হ্যারিসের আগাম হুমকির পর এবার কী হয়, সেটাই এখন দেখার।