হরিহরপাড়া: উৎসবের আমেজের মাঝেই রবিবার মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর মহকুমার অন্তর্গত হরিহরপাড়া বিধানসভায় এলাকায়। পুকুরের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় নবম শ্রেণীর ওই স্কুল পড়ুয়ার।
মৃত পড়ুয়ার পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের ধারে গিয়েছিল ওই স্কুল পড়ুয়া। বন্ধুদের সঙ্গে জলে নামার পর আচমকা পুকুরের গভীরে তলিয়ে যায় সে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। ঘটনার খবর পেয়েই পরিবারের লোকজন সেখানে ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই স্কুল ছাত্রকে মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবেই উৎসবের মরসুমে স্কুল ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।