Haridwar Stampede | হরিদ্বারের মনসাদেবী মন্দিরে বিশৃঙ্খলা চরমে! হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ পুণ্যার্থীর, আহত বহু

Haridwar Stampede | হরিদ্বারের মনসাদেবী মন্দিরে বিশৃঙ্খলা চরমে! হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ পুণ্যার্থীর, আহত বহু

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় দুর্ঘটনা হরিদ্বারের মনসা দেবী মন্দিরে (Mansa Devi Temple)। পুজো দেওয়ার সময় হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৬ পুণ্যার্থীর (Haridwar Stampede)। আহত হয়েছেন অনেকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে।

জানা গিয়েছে, রবিবার সকালে পাহাড়ের কোলে অবস্থিত হরিদ্বারের ওই মন্দিরে পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীদের বিশাল ভিড় জমেছিল। কিন্তু সিঁড়ি বেয়ে মন্দিরে ওঠার সময়ই হুড়োহুড়ি শুরু হয়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির জেরে হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যান অনেকে। আর এই সময়ই পদপিষ্ট হয়ে প্রাণ হারান কমপক্ষে ৬ জন পুণ্যার্থী। আহত হন ২৫ জনেরও বেশি।

এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল (SDRF)। আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, সিঁড়িতে দাঁড়িয়ে থাকাকালীন কোনও এক পুণ্যার্থীর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজবের আতঙ্কের জেরেই পদপিষ্টের ঘটনাটি ঘটেছে। তবে বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শংকর পান্ডে বলেন, ‘এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

ইতিমধ্যেই এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি লিখেছেন, ‘হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। এসডিআরএফ, স্থানীয় পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমি সকল ভক্তের মঙ্গলের জন্য মাতা রানির কাছে প্রার্থনা করছি।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *