উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গুজরাটের (Gujarat Explosion) বাজি কারখানায় বিস্ফোরণ। মৃত্যু হল ১৩ জনের। জখম ৪ জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বানসকাঁথা (Banaskantha) জেলার দিসায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, ওই বাজি কারখানায় বাজি তৈরির জন্য প্রচুর মশলা ও রাসায়নিক মজুত করে রাখা ছিল। বাজি তৈরির সময় কোনওভাবে আগুন লেগে যায়। প্রচুর বাজি তৈরির মশলা ও রাসায়নিক মজুত থাকায় সেখান থেকে বিস্ফোরণ ঘটে। প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণে এত জোরে আওয়াজ হয়, যা বহুদূর থেকে শোনা গিয়েছিল। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাঠানো হয়েছে একাধিক অ্যাম্বুল্যান্সও। জখম শ্রমিকদের হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে।
দিসার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নেহা পাঞ্চাল জানান, জখম শ্রমিকদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছেন। ঘটনার তদন্ত চলছে।