Gujarat Bridge Collapse | গুজরাটে সেতু ভেঙে নদীতে পড়ল একের পর এক গাড়ি! মৃত ৩, আহত একাধিক

Gujarat Bridge Collapse | গুজরাটে সেতু ভেঙে নদীতে পড়ল একের পর এক গাড়ি! মৃত ৩, আহত একাধিক

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের সেতু বিপর্যয় গুজরাটে (Gujarat Bridge Collapse)। বুধবার গুজরাটের ভাদোদরায় (Vadodara) মহিসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু (Gambhira Bridge)। সেই সময় সেতুর উপরে থাকা অন্তত চারটি গাড়ি নদীতে পড়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত একাধিক।

সরকারি সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ মহিসাগর নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা সেতু। প্রত্যক্ষদর্শীদের কথায়, সেইসময় একটি ট্রাক, একটি ভ্যান এবং দু’টি গাড়ি সেতুর উপর দিয়ে যাচ্ছিল। সেতু ভেঙে পড়তেই গাড়িগুলিও উপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে। উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে ২০২২ সালে গুজরাটে ব্রিজ বিপর্যয়ে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৩৪ জন। আহত হন অনেকে। গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীর ওপর ব্রিটিশ আমলে তৈরি সেতু ভেঙে পড়ে। মোরবির ১৪০ বছরের পুরোনো ওই ঝুলন্ত সেতু ৭ মাস ধরে সংস্কার করা হচ্ছিল। অভিযোগ উঠেছিল কোনও ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খুলে দেওয়া হয়েছিল ওই সেতু। এদিনের এই ঘটনায় ফের সেই স্মৃতি মনে করিয়ে দেয় স্থানীয়দের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *