উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে দেশবাসীর জন্য এক বড় দীপাবলির উপহারের কথা ঘোষণা করেছেন। শুক্রবার দিল্লির লালকেল্লা থেকে তিনি জানান, সরকার “পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার”( next-generation GST reforms) ব্যবস্থা আনতে চলেছে, যা সাধারণ মানুষের করের বোঝা কমাবে। প্রধানমন্ত্রী বলেন, “এই সংস্কারের ফলে দীপাবলি হবে দ্বিগুণ আনন্দময়।”
তিনি আরও বলেন, “গত আট বছরে সরকার জিএসটি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে এবং কর প্রক্রিয়াকে সরল করেছে। এখন সময় এসেছে সেই পরিবর্তনগুলো পর্যালোচনা করার। এই লক্ষ্যে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল, যেখানে রাজ্যগুলির মতামতও নেওয়া হয়েছে।”
তিনি দাবি করেন, এই নতুন সংস্কারের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর কর কমবে, যা সাধারণ মানুষের জন্য জিনিসপত্র আরও সস্তা করে তুলবে। এছাড়াও, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) গুলিও ব্যাপকভাবে উপকৃত হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।’