Grenade assault | অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলা, পাক-যোগের ইঙ্গিত পুলিশের

Grenade assault | অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলা, পাক-যোগের ইঙ্গিত পুলিশের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


অমৃতসর : অমৃতসরের একটি মন্দিরে গ্রেনেড হামলার অভিযোগ উঠল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। দুই বাইক আরোহী তরুণ মন্দির লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে বলে অভিযোগ। গোটা ঘটনা সিসিটিভিতে ক্যামেরায় ধরা পড়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রাথমিকভাবে পাকিস্তানের যোগসূত্র পাওয়া গিয়েছে। এদিকে, হামলার সময় মন্দিরের পুরোহিত ভেতরে ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন। কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচান। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবদনে বলা হয়েছে, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরে দুই বাইক আরোহী তরুণ হামলা চালায়। মন্দিরের ভেতরে তারা গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। যার জেরে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই বিষয়টি স্পষ্ট হয়।

অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত ভুল্লার এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্রের দিকে ইঙ্গিত করেছেন। শনিবার তিনি বলেছেন, ‘মাঝে মধ্যে পাকিস্তান এরকম কাণ্ড ঘটিয়ে থাকে। আমরা তদন্ত করছি এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *