উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদের জল্পনাকে উড়িয়ে গণেশচতুর্থীতে একসঙ্গে ধরা দিলেন বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Govinda-Sunita Ahuja)। একসঙ্গে দুজনে মেতেছেন গণেশবন্দনায়। ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা গিয়েছে এই তারকা দম্পতিকে। যা দেখে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গোবিন্দার অনুরাগীরা।
এদিন গণেশচতুর্থী উপলক্ষ্যে ক্যামেরার সামনে রংমিলান্তি পোশাকে একসঙ্গে পোজ দিতেও দেখা গিয়েছে গোবিন্দ ও সুনীতাকে। দুজনের পরনেই ছিল মেরুন রংয়ের পোশাক। গণেশমূর্তির সামনে দাঁড়িয়ে হাতজোড় করে ছবি তুলেছেন তাঁরা। পাপারাজ্জিদের মিষ্টিও বিতরণ করেন দুজনে।
কিন্তু এদিন বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে সাংবাদিকরা গোবিন্দাকে প্রশ্ন করতেই খানিকটা মেজাজ হারান সুনীতা। ব্যঙ্গাত্মকভাবেই তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আপনারা কি এখানে বিবাহবিচ্ছেদের বিতর্ক শুনতে এসেছেন? নাকি গণপতি বাপ্পার জন্য এসেছেন? কোনও বিতর্ক নেই এখানে।’ এরপরই স্ত্রীকে সামাল দিয়ে গোবিন্দা শান্তমুখেই বলেন, ‘বাপ্পার আশীর্বাদে পরিবারের সমস্ত কঠিন সময় দূর হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন পরিবারের সকলে আরও জুড়ে জুড়ে থাকি। আপনারা যশ-টিনার জন্য প্রার্থনা করবেন একটু।’
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই গোবিন্দা ও সুনীতার বিবাহবিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় বলিউড। শোনা গিয়েছিল, গত বছর ডিসেম্বরেই নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। গোবিন্দার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তিনি। এমনকি এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দার পরকীয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। যদিও সুনীতার আইনজীবী পরবর্তীতে জানিয়েছিলেন, দম্পতির বিবাহবিচ্ছেদের খবর ভুয়ো। বর্তমানে তাঁরা নিজেদের মধ্যে যাবতীয় সমস্যা মিটিয়ে নিয়েছেন। কিন্তু এসবের পরেও কোথাও একটা ‘কিন্তু’ থেকেই যাচ্ছিল। তবে এদিন যেন একসঙ্গে উপস্থিত হয়ে সমস্ত জল্পনায় ইতি টানলেন তাঁরা।