চৌধুরীহাট: দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাটের জায়গির বালাবাড়ি সীমান্তে টেনিস বলের ভেতর থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার সোনার বিস্কুট। বিএসএফের (BSF) ১৩৮ নম্বর ব্যাটালিয়নের তৎপরতায় ৩৬৪.৭৫০ গ্রাম সোনা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ ৯৭ হাজার ৩৪৭ টাকা।
৩০ অগাস্ট একইভাবে চৌধুরীহাটের ঝিকরি সীমান্ত এলাকায় ২১টি টেনিস বলের ভেতরে ৪৩ টি সোনার বিস্কুট (Gold Biscuits) উদ্ধার করে বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটেলিয়ানের কর্তারা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো সোনার বিস্কুট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সীমান্তে।
এই বিস্কুটগুলি কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সমস্তটাই খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী। স্বাভাবিকভাবে কোচবিহারকে করিডোর করে আন্তর্জাতিক সোনা পাচারের চক্র যে সক্রিয় তা বলার অপেক্ষা রাখে না।