গাজোল: গাড়ির ধাক্কায় এক প্রৌঢ়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে তীব্র চাঞ্চল্য ছড়াল দেওতলা এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই প্রৌঢ়ার নাম পাতু বালা মাহাতো(৫০)। বাড়ি গাজোলের দেওতলা গ্রাম পঞ্চায়েতের দেওতলা প্রাথমিক বিদ্যালয় এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাতু বালা দেবী ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে তার ঘরের বারান্দায় বসেছিলেন। সেই সময় দ্রুত গতিতে বালুরঘাট থেকে মালদার দিকে যাচ্ছিল একটি ছোট যাত্রীবাহী গাড়ি। দ্রুত গতিতে চলা গাড়িটি একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই মহিলাকে পিষে দেয়। তারপর ওই ঘরে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান ওই প্রৌঢ়া। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাজোল থানার পুলিশ। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ৫১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাজোল থানার পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গাজোল হাসপাতালে। ঘাতক গাড়িটিকেও উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। আগামীকাল দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
নবমীর দিন মর্মান্তিক এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীদের দাবি, ওই এলাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। এখানে একটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। দ্রুতগতিতে চলা যানবাহনের গতিরোধের জন্য রাস্তাতে দুটি ব্যারিকেড দিতে হবে।