দুবাই: তিনি নিজেই এখন গুরু। গুরু হওয়ার গুরুদায়িত্ব কত কঠিন, হাড়ে হাড়ে এখন টের পাচ্ছেন গৌতম গম্ভীর। কিন্তু তাতে কী? তিনি তো চ্যালেঞ্জ নিতে বরাবরই পছন্দ করেন।
বিলেত সফর এখন অতীত। প্রাক্তন হয়ে যাওয়া ইংল্যান্ড সফর ভুলে সামনে তাকাতে চাইছে টিম ইন্ডিয়া। আর সেই সামনে তাকানোর গুরুমন্ত্র নিয়ে যথারীতি হাজির কোচ গম্ভীর। এশিয়া কাপের লক্ষ্যে গতকালই দুবাই পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। আজ আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনুশীলনও শুরু করে দিল টিম ইন্ডিয়া। অনুশীলন শুরুর আগে নিজস্ব স্টাইলে গুরুপ্রণাম সেরে নিলেন ভারতীয় দলের কোচ গম্ভীরও।
১০ বছর বয়সে গম্ভীর যখন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন, সেই সময় তাঁকে পথ দেখিয়েছিলেন সঞ্জয় ভরদ্বাজ। দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে সবসময় সঞ্জয় স্যরের পরামর্শ পেয়েছেন ভারতীয় দলের বর্তমান কোচ। আজ গুরুপ্রণাম করতে গিয়ে অতীতের সেই প্রসঙ্গ টেনে এনে টিম ইন্ডিয়ার কোচ গম্ভীর বলেছেন, ‘আমি এখন বুঝতে পারি আমায় কোচিং করানোর কঠিন চ্যালেঞ্জ কীভাবে পালন করেছেন আমার গুরু। আজ শিক্ষক দিবসে ওঁকে প্রণাম।’ রাজধানীর এলবি শাস্ত্রী ক্রিকেট ক্লাব বহু পুরোনো। নানা ইতিহাসে ভর্তি। সেখান থেকেই গম্ভীরের ক্রিকেটার হওয়ার পথ চলা শুরু। বাকিটা সময়ের সঙ্গে ইতিহাস।
সেই ইতিহাস প্রসঙ্গে টিম ইন্ডিয়ার বর্তমান কোচ গম্ভীর আজ বলেছেন, ‘আমি বরাবরই একটু অন্যরকম ছিলাম। আমায় নিয়ে অনেক সমস্যা হয়েছিল সঞ্জয় স্যরের। শেষ পর্যন্ত আমি পেরেছিলাম। আজকের বিশেষ দিনে ওঁকে প্রণাম জানানোটা আমার কর্তব্য।’ তাঁর ছাত্র এখন ভারতীয় দলের কোচ। নিজেই সূর্যকুমার যাদব, শুভমান গিলদের গুরু। গম্ভীরকে নিয়ে তৃপ্ত তাঁর কোচ সঞ্জয় বলেছেন, ‘আমি কখনও গম্ভীরকে বদলে দিতে চাইনি। আমি চাই যে মানসিকতা নিয়ে ও ক্রিকেট খেলেছে, সেই মানসিকতা নিয়েই কোচিং করাক ও। গম্ভীর দেশকে কোচ হিসেবে আরও সাফল্য এনে দেবে বলেই আমার বিশ্বাস।’