পতিরাম: একেবারে দাবাং কায়দায় মাদক পাচার রুখে দিল পতিরাম থানার পুলিশ। পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১৫ কেজি গাঁজা। আটক করা হয়েছে দুই পাচারকারীকে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত প্রায় সাড়ে নয়টায় পতিরাম আমতলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে শিলিগুড়ি থেকে দুই যুবক গাঁজা নিয়ে দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। খবর পাওয়া মাত্রই পতিরাম থানার পুলিশ একটি বিশেষ দল গঠন করে নজরদারি শুরু করে। পাশাপাশি পুলিশের ইনফর্মারকেও ছদ্মবেশে ওই দুজনের পিছু নিতে নির্দেশ দেওয়া হয়। প্রথমে ধৃতরা একটি সরকারি বাসে শিলিগুড়ি থেকে রওনা দিয়ে রায়গঞ্জে নেমে যান। রায়গঞ্জে গাড়ি পরিবর্তন করে তারা উঠে পড়ে একটি বেসরকারি বাসে। ইনফর্মার সতর্ক নজর রেখে পাচারকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকেন। এরপর তারা পতিরামে এসে নামে এবং একটি টোটো ভাড়া করে ইছামতির উদ্দেশ্যে রওনা দেয়।
ঠিক সেই মুহূর্তেই পতিরাম থানার পুলিশ আগে থেকে আমতলা মোড়ে প্রস্তুত ছিল। রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ টোটোটি পৌঁছানো মাত্রই পুলিশ তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৪ কেজি ৪৭২ গ্রাম গাঁজা উদ্ধার হয়। টোটোটি আটক করা হয়েছে এবং চালকের ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে।
ধৃতদের নাম সুশান্ত দাস (৩২) ও প্রণব রায় (২৮)। দুজনেই কুমারগঞ্জ থানার ইছামতি দাসপাড়া এলাকার বাসিন্দা। পতিরাম থানার ওসি সৎকার স্যাংবো জানিয়েছেন, ‘গোপন সূত্রে তথ্য পাওয়ার পর আমরা তৎক্ষণাৎ পদক্ষেপ নিই। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অভিযানে সফল হয়েছি। প্রায় ১৫ কেজির কাছাকাছি গাঁজা উদ্ধার করা হয়েছে।’
পুলিশের এই তৎপরতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের সাফল্যের প্রশংসা করেছেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি তুলেছেন। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, মাদকচক্রের শিকড় খুঁজতে তদন্ত আরও গভীর করা হবে।