উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : হড়পা বানে (Flash Flood) বিপর্যস্ত উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশী (Uttarkashi) জেলা। আর এই হড়পা বানে ভেসে গেল হরশিলের একটি সেনা ক্যাম্প (Military Camp)। ৯ জন জওয়ান (Soldier) নিখোঁজ বলে জানা গিয়েছে। অপরদিকে এখনও পর্যন্ত ৪ থেকে ৫ জন সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
প্রবল বৃষ্টির কারণে মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ ধারালি গ্রামে (Dhali Village) হড়পা বান আসে। হরশিলে ভারতীয় সেনার ছাউনি থেকে যার দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। হড়পা বান সেখানকার একটি সেনা ক্যাম্পকে ভাসিয়ে নিয়ে যায়। এরপর বাকি জওয়ানরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।
রিলিফ অপারেশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সেবায় সবসময় প্রস্তুত জওয়ানরা। এটাই ভারতীয় সেনার প্রকৃত স্পিরিট।
এনিয়ে সেনার তরফেও দেওয়া হয়েছে বিবৃতি। ,সেখানে বলা হয়েছে, ঘটনার ১০ মিনিটের মধ্যে ১৫০ জন জওয়ান ঘটনাস্থলে পৌঁছে যান। পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে। বিপর্যস্ত নাগরিকদের সবরকমভাবে সাহায্য করা হচ্ছে।
উত্তরাখণ্ডের প্রিন্সিপাল সচিব আরকে সুধাংশু (RK Sudhanshu) জানিয়েছেন, হড়পা বানের ফলে ৪০ থেকে ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। আপাতত কেদারনাথ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে এনিয়ে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)।