Flag assembly BSF-BGB | কাঁটাতারের ওপারে ফের দুই ভারতীয় চাষিকে অপহরণ, দেশে ফেরাতে ফ্ল্যাগ মিটিং বিএসএফ-বিজিবির 

Flag assembly BSF-BGB | কাঁটাতারের ওপারে ফের দুই ভারতীয় চাষিকে অপহরণ, দেশে ফেরাতে ফ্ল্যাগ মিটিং বিএসএফ-বিজিবির 

শিক্ষা
Spread the love


গঙ্গারামপুর ও বালুরঘাট: দুই ভারতীয় চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার  ভারত বাংলাদেশ সীমান্তে অনন্তপুর গ্রামে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের সীমান্তবর্তী অনন্তপুর গ্রামে।

জানা গিয়েছে, সীমান্তে কাঁটাতারের ওপারে জিরো পয়েন্টে অনন্তপুর গ্রামের বাসিন্দাদের জমি রয়েছে। প্রতিদিনের মত এদিনও কাঁটাতারের ওপারে নিজেদের জমিতে গিয়েছিলেন অনন্তপুর গ্রামের যুবক ফিলিপ সোরেন(৩৪) ও অবিনাশ টুডু(২৩)। জমিতে জল দেওয়ার পর ভারতীয় সীমান্তে গাছ তলায় শুয়ে বিশ্রাম করছিলেন দুজনে। অভিযোগ সে সময় বাংলাদেশি দুঙ্কৃতীরা তাঁদের মুখ বেঁধে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী গ্রামে। শুরু হয়েছে দুই দেশের ফ্ল্যাগ মিটিং। তবে এখনও পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি ভারতের দুই চাষিকে।

অপহৃত যুবক অবিনাশের দাদা দীনেশ টুডু বলেন, ‘প্রতিদিন আমরা ওপারে গিয়ে জমিতে কাজ করি। কোনও দিন এমন ঘটনা ঘটেনি। ভাইকে বাংলাদেশিরা তুলে নিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় আছি। আশঙ্কা করছি আমাদের ধান কেটে নিয়ে যেতে পারে বাংলাদেশিরা।’

অবিনাশ টুডুর স্ত্রী হীরামণি বেসরা বলেন, ‘কাঁটাতারের ওপারে আমাদের জমি রয়েছে। প্রতিদিনের মত এদিন আমার স্বামী কাঁটাতারের ওপারে জমিতে জল দিতে গিয়েছিলেন। দুপুরে গাছ তলায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় বাংলাদেশিরা আমার স্বামীকে তুলে নিয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও স্বামীকে দুষ্কৃতীরা ছেড়ে দেয়নি। এতে খুব চিন্তায় রয়েছি।’

একই কথা বলেন ফিলিপ সোরেনর স্ত্রী সাঞ্জিলা মুর্মু। তিনি বলেন, ‘এদিন সকালে খাবার নিয়ে স্বামী কাঁটাতারের ওপারে আমাদের জমিতে গিয়েছিলেন। দুপুরে খাবার খেয়ে গরমের জন্য ভারতের প্রান্তে গাছ তলায় শুয়েছিলেন। সে সময় কয়েক জন বাংলাদেশি দুষ্কৃতী এসে মুখ বেঁধে আমার স্বামী সহ মোট দুজনকে তুলে নিয়ে যায়। স্বামী বাড়ি ফিরে না আসা পর্যন্ত খুব চিন্তায় আছি। বিএসএফ তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করছে।’

এবিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, ‘দুজন কৃষক কাঁটাতারের ওপারে চাষ করতে গেলে তাদের বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনী তুলে নিয়ে গেছে। এনিয়ে দুদেশের নিরাপত্তারক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হচ্ছে৷ বিএসএফ ও স্থানীয় পুলিশ তাদের ফেরানোর সব রকম চেষ্টা করছে।’

এবিষয়ে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি। বাংলাদেশে আটক ভারতীয় কৃষকদের ফেরত আনার বিষয় নিয়ে বিএসএফের সঙ্গে কথা বলব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *